ঝাড়গ্রামে ‘বাংলা মোদের গর্ব’ মেলায় নজর কাড়লো পর্যটকদের ভিড়

পশ্চিমবঙ্গের সব জেলাতেই পালিত হচ্ছে ‘বাংলা মোদের গর্ব’ মেলা। সম্প্রতি আয়োজিত হয়েছিল ঝাড়গ্রামে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের সহযোগিতায় এবং ঝাড়গ্রাম জেলা প্রশাসন-এর ব্যবস্থাপনায় আয়োজিত তিন দিনব্যাপী এই অনুষ্ঠান হয়ে উঠেছিল বাংলার কৃষ্টি, চিরাচরিত সংস্কৃতি ও সম্প্রীতির দৃষ্টান্ত। শুধু তাই নয়, এই মেলাকে ঘিরে পর্যটকদের মধ্যেও বাড়তি উত্তেজনা দেখা গেছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যজুড়ে শিল্পী ও শিল্পকে গুরুত্ব দিয়ে সারা বছরই জেলা জেলায় মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। রাজ্যের নানা প্রান্ত থেকেই শিল্পীরা তাঁদের হাতের কাজের পসরা বসান। ঝাড়গ্রামে ২৭ থেকে ২৯ অক্টোবর, তিন দিন ধরে চলে বিভিন্ন কুটির শিল্প এক্সপো, সাংস্কৃতিক অনুষ্ঠান, ছৌ নৃত্য নাটক এবং যাত্রানুষ্ঠান।
শীতের আমেজ গায়ে লাগতে না লাগতেই ঝাড়গ্রামের নয়নাভিরাম সবুজ-স্নিগ্ধতা উপভোগ করতে ভিড় বাড়ছে পর্যটকদের। বাংলা মোদের গর্ব অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রচুর পর্যটকের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো।