আ‘কাশ’ জুড়ে ধরা পড়ছে অজস্র দৃশ্য, ফ্রেমবন্দি করলেন অভিষেক ঝা

গুলিয়ে যাচ্ছে সময়। ঘেঁটে যাচ্ছে আমাদের চারপাশের অবস্থান। কে কোথায়! শূন্য শুধু শূন্য মনে হয়। হাওয়ায় দুলে উঠছে সাঁকো। বন্ধুরা পাশাপাশি সাঁকো ধরে হেঁটে চলেছে নিরুদ্দেশে। যাত্রা তাদের অসম্পূর্ণ। ফ্রেমের মধ্যে জাঁকিয়ে বসেছে আমাদের চারপাশের রাজনীতি। আলোকচিত্রী অভিষেক ঝা তাঁর ছবি তোলার রাজনীতিতে স্পেস এবং সময়কালকে যতটা সম্ভব শূন্য করে দিতে চান। খুব সচেতনে এই শূন্যতার অবস্থান। এই শূন্যতার মধ্যেই বিরাজ করছে উৎসব। আলো। মিলেমিশে একাকার হওয়া কিংবা একাকী নির্জনে হেঁটে চলার অভ্যাস। ধরা যাক, এই হাঁটাপথের একমাত্র সঙ্গী কাশ। শরতের কাশ। আশ্বিনের শেষ বেলার কাশ। আজকের ছবিমহলে রইল এমনই কিছু ছবি। কেউ হাওয়ায় উড়ছে, কেউ হেসে উঠছে প্রিয় কোনো মুহূর্তে, কেউ বা লম্বা রাস্তার ধারে একাকী নিজের সঙ্গে। অভিষেক ঝা’র বাছাই করা কিছু ছবি দিয়েই সাজানো রইল আজকের গ্যালারি। আলোকচিত্রী বলেছেন, এই সিরিজের নাম ‘কাশ ও ইত্যাদি’। ছবিগুলি তোলা হয়েছে শরৎ, ১৪২৬-এ। স্থান- জলপাইগুড়ি।
ক
খ
গ
ঘ
ঙ
চ
ছ
সর্বসত্ব সংরক্ষিত