হাওয়াই চলচ্চিত্র উৎসবে ভারতকে প্রতিনিধিত্ব করবে ঋত্বিক-জয়া’র ‘বিনিসুতোয়’

আমাদের অনূভূতির রয়েছে অনেকগুলো স্তর। তাদের বেশ কিছু লুকিয়ে থাকে অবচেতনে। হঠাৎ সেগুলো নিজেদের উপস্থিতি জানান দেয়। তাই কোনো কোনো কাজ করার পর আমরা ভাবি, কেন করলাম? এমন কাজ তো আমি করি না! মনের গভীরে বাসা বেঁধে থাকা এইসব জটিল রহস্য নিয়ে পরিচালক অতনু ঘোষ নির্মাণ করেছেন ‘বিনিসুতোয়’ নামের এক সিনেমা। মুক্তির আগেই বিশ্বমানের স্বীকৃতি জিতে নিল ছবিটি। হাওয়াই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্পটলাইট অন ইন্ডিয়া’ বিভাগে একমাত্র ভারতীয় ছবি হিসেবে এটি মনোনয়ন পেয়েছে।
আগামী ৫ নভেম্বর থেকে শুরু হবে ৪০তম হাওয়াই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। এই উৎসবে প্রিমিয়ার হয়েছে ‘প্যারাসাইট’, ‘জো জো র্যা বিট’, ‘শপলিফটার্স’, ‘রোমা’-র মতো বিশ্বখ্যাত সিনেমা।
ছবির পোস্টার
‘বিনিসুতোয়’ ছবিতে কেন্দ্রীয় দুই চরিত্রে রয়েছেন জয়া আহসান এবং ঋত্বিক চক্রবর্তী। অভিনয়ের উৎকর্ষতায় তাঁরা দর্শকদের মন জয় করে নিয়েছেন ইতিমধ্যেই। কলকাতার অনেকগুলি সিনেমায় দাপটের সঙ্গে কাজ করেছেন বাংলাদেশি শিল্পী জয়া। এপার বাংলার ঋত্বিক বাংলাদেশেও দারুণ জনপ্রিয়।
ছবির গল্পে দেখা যায়, একটি রিয়েলিটি শোয়ে অডিশন দিতে যান কাজল সরকার এবং শ্রাবণী বড়ুয়া। ফেরার সময়ে দু’জনের আলাপ হয়। ধীরে ধীরে তাদের মধ্যে একটা যোগসূত্র গড়ে উঠলেও প্রশ্ন থেকে যায়, তারা কি একে অপরকে ঠিকঠাক চিনতে পেরেছে। এভাবেই ছবির কাহিনি এগিয়ে যেতে থাকে। কাজলের ভূমিকায় আছেন ঋত্বিক এবং শ্রাবণীর ভূমিকায় জয়া আহসান। এই ছবিতে জয়া গানও গেয়েছেন। অন্যান্য চরিত্রে রয়েছেন চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন, খেয়া চট্টোপাধ্যায় প্রমুখ।
হাওয়াই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একমাত্র ভারতীয় ছবি
‘অংশুমানের ছবি’, ‘ময়ূরাক্ষী’, ‘রবিবার’ প্রভৃতি সিনেমার পরিচালক অতনু ঘোষের কাজ বরাবরই সমালোচক ও দর্শকদের মুগ্ধ করে। এবার ‘বিনিসুতোয়’ ছবির মুক্তির অপেক্ষায় রয়েছেন দুই বাংলার সিনেপ্রেমীরা।