No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    ফেলুদার জয়জয়কার: দু-দুটি জাতীয় পুরস্কার ফেলুদা নিয়ে তৈরি তথ্যচিত্রের ঝুলিতে

    ফেলুদার জয়জয়কার: দু-দুটি জাতীয় পুরস্কার ফেলুদা নিয়ে তৈরি তথ্যচিত্রের ঝুলিতে

    Story image

    লালমোহন গাঙ্গুলী থাকলে কী বলতেন একে? ‘জাতীয় পুরস্কার জমজমাট’? আমরা কিন্তু বলতেই পারি ফেলুদার জয়জয়কার। ফেলুদার মানে অবশ্য ‘ফেলুদা: ফিফটি ইয়ারস্ অব রে’স ডিটেকটিভ’-এর। সাগ্নিক চট্টোপাধ্যায় পরিচালিত এই তথ্যচিত্রের ঝুলিতে এখন দু-দু’টি জাতীয় পুরস্কার। সেরা নন-ফিচার ফিল্ম হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিয়েছে এই তথ্যচিত্র। এবং নন-ফিচার ফিল্মের ডেবিউ পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন সাগ্নিক চট্টোপাধ্যায় নিজেও। 

    ফেলু মিত্তিরের পঞ্চশ বছর উপলক্ষে এই তথ্যচিত্র নির্মাণে হাত দিয়েছিলেন সাগ্নিক। কোনো সাহিত্যের চরিত্রকে নিয়ে বায়োপিক খুব সম্ভবত এর আগে আর হয়নি। কিন্তু ফেলুদা কি আসলে নিছকই সাহিত্যের চরিত্র! শৈশব-কৈশোরের সঙ্গে লেপ্টে থাকা এই চরিত্রকে ‘কাল্পনিক’ ভাবতে শিখিইনি আমরা। বিজ্ঞাপনের ছবি করতে করতেই সাগ্নিকও তাই পাড়ি জমিয়েছেন ফেলুদা-কে ঘিরে থাকা হাজার গল্পের ভিতর দিয়ে। কখনো সন্দীপ রায় আর কুশল চক্রবর্তীকে নিয়ে পৌঁছে গেছেন ‘সোনার কেল্লা’-র রাজস্থানে। কখনো বেনারসে খুঁজতে বেরিয়েছেন মগনলাল মেঘরাজের বাড়ি। বড়োপর্দার তিন ফেলুদা সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলে জড়ো করেছেন অনেক অজানা তথ্য। তুলে ধরেছেন লেখক এবং অলংকরণ-শিল্পী সত্যজিৎ-কেও।

    বড়োপর্দায় পঞ্চাশ দিন পার করেছিল এই তথ্যচিত্র। এরপর এল জাতীয় পুরস্কার। ফেলুদা-কে জড়িয়ে থাকা অজানা সব গল্পের পাশাপাশি এই পুরস্কারের খবর আমাদের কাছে উপরি পাওনা। প্রথম ছবিতেই জাতীয় পুরস্কার। পরিচালককে নিয়েও প্রত্যাশা বাড়ছে। সাগ্নিক চট্টোপাধ্যায়ের পরের চমক কী? উত্তর খুঁজতে গেলে হয়তো ফেলুদা হতে হবে আমাদেরও।
     

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @