No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    রঙের শহর কলকাতায় আজ থেকে শুরু হচ্ছে “কল্পসূত্র”

    রঙের শহর কলকাতায় আজ থেকে শুরু হচ্ছে “কল্পসূত্র”

    Story image

    রঙের শহর কলকাতা। ভালোবাসার শহর কলকাতা। আর এই রং-ভালোবাসার শহরেই অনুষ্ঠিত হয় একের পর এক প্রদর্শনী। বসন্তের কলকাতা মেতে ওঠে রং-তুলি আর সূক্ষ রেখার টানে। যেন আঁচড় কাটছে বাইপাসের ব্যস্ত সেতুগুলোয় কিংবা গাঢ় একটা রং ছড়িয়ে দেওয়া হচ্ছে লম্বা ফুটপাথে। “কল্পসূত্র” আমাদের সেই চেতনার রঙের কথাই বলবে। 

    কলকাতার ললিতকলা অ্যাকাডেমিতে আজ থেকে শুরু হচ্ছে চিত্র প্রদর্শনী এবং মেলা। এই প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন গবেষক এবং শিল্পীরা। দেখা যাবে তাঁদের সাম্প্রতিকতম কাজ। ললিত কলার পক্ষ থেকে এই প্রদর্শনীটির নাম দেওয়া হয়েছে “কল্পসূত্র”। আজ সন্ধে ৬টায় প্রদর্শনী উদ্বোধন করবেন চিত্র সমালোচক, লেখক এবং ইতিহাসবিদ মনসিজ মজুমদার। প্রদর্শনী চলবে ৫ মার্চ অবধি। প্রতিদিন দুপুর ২টো থেকে রাত্রি ৮টা পর্যন্ত।

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @