কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘অমিতাভ বচ্চন রেট্রোস্পেকটিভ’

গত ১১ অক্টোবর আশি বছর পূর্ণ করেছেন ভারতীয় চলচ্চিত্রের শাহেনশাহ্ অমিতাভ বচ্চন (Shahenshah Amitabh Bachchan)। সেই উপলক্ষে মুম্বইয়ের টিনসেল নগরী উদযাপনে সামিল হয়েছিল। দেশ জুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখানো হয়েছিল অমিতাভ অভিনীত জনপ্রিয় ছবিগুলি। কলকাতাও বাদ যায়নি। শহর কলকাতার সাম্প্রতিক সংযোজন শাহেনশাহ্ অভিনীত আটটি কালজয়ী ছবি আবার ফিরে দেখা। আয়োজন করছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (28th Kolkata International Film Festival) কমিটি।
বিগত কয়েক বছর ধরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে বিশেষ অতিথি হয়ে এসেছেন অমিতাভ বচ্চন, যাঁকে বলা হয় বাংলার জামাইবাবু। যদিও করোনার কারণে গত দুই বছর হাজির থাকতে পারেননি তিনি। তবে এই বছর ফের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে হাজির থাকবেন বলে নিশ্চিত করেছেন অমিতাভ বচ্চন, সঙ্গে থাকছেন জয়া বচ্চনও। এবারের চলচ্চিত্র উৎসব অমিতাভময়। সাতদিনের এই উৎসবে শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলবে অমিতাভ বচ্চন অভিনীত আটটি ছবি। এছাড়াও গগনেন্দ্র প্রদর্শশালা ও নজরুল তীর্থে চলবে অমিতাভ বচ্চনকে নিয়ে বিশেষ প্রদর্শনী ‘অমিতাভ বচ্চন রেট্রোস্পেকটিভ’ (Amitabh Bachchan Retrospective)।
অভিমান
পাঁচ দশক ধরে একের পর এক সুপারহিট ছবি দর্শককে উপহার দিয়ে এসেছেন অমিতাভ। আশিতে এসেও তাঁর কণ্ঠ দৃপ্ত, শরীর নুইয়ে যায়নি। বরং আরও বেশি করে যেন অনলস হয়ে উঠছেন। চলতি বছরেই অমিতাভ অভিনীত মোট সাতটি ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দীর্ঘ কেরিয়ার অমিতাভের। রয়েছে উত্থান পতন। দুবার কোভিডও দমাতে পারেনি তাঁকে। ছুঁতে পারেনি অদম্য প্রাণশক্তিকে।
সাতদিনের এই উৎসবে শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলবে অমিতাভ বচ্চন অভিনীত আটটি ছবি। এছাড়াও গগনেন্দ্র প্রদর্শশালা ও নজরুল তীর্থে চলবে অমিতাভ বচ্চনকে নিয়ে বিশেষ প্রদর্শনী ‘অমিতাভ বচ্চন রেট্রোস্পেকটিভ’।
সহস্রাব্দের সেরা তারকা হিসেবে পরিচিত অমিতাভ বচ্চন পাঁচ দশকেরও বেশি সময়ের কর্মজীবনে ২০০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৭০ ও ১৯৮০-এর দশকে ভারতীয় চলচ্চিত্রে তাঁর একচ্ছত্র আধিপত্যের জন্য প্রখ্যাত ফরাসি চলচ্চিত্র সমালোচক ও পরিচালক ফ্রঁসোয়া ত্রুফো বচ্চনকে ‘একক-ব্যক্তি চলচ্চিত্র শিল্প’ বলে অভিহিত করেন। শিল্পকলায় অবদানের জন্য ১৯৮৪ সালে ভারত সরকার তাঁকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী, ২০০১ সালে তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ, এবং ২০১৫ সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মবিভূষণে ভূষিত করে। বিশ্ব চলচ্চিত্রে অমিতাভের অনন্য কর্মজীবনের স্বীকৃতি হিসেবে ২০০৭ সালে ফ্রান্স সরকার তাঁকে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা লেজিওঁ দ্য নরের নাইট উপাধিতে ভূষিত করে।
কালা পাত্থর
২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসাবে প্রদর্শিত হবে অমিতাভ বচ্চন অভিনীত হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত ‘অভিমান’। এছাড়াও অমিতাভ বচ্চন রেট্রোস্পেকটিভে প্রদর্শিত হবে মেগাস্টারের আরও ৭টি ছবি।
সিলসিলা
প্রসঙ্গত উল্লেখ্য, ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে (KIFF Inauguration) হাজির থাকবেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), জয়া বচ্চন (Jaya Bachchan)-সহ, শাহরুখ খান (Shahrukh Khan), কুমার শানু (Kumar Sanu), সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee), অরিজিৎ সিং (Arijit Singh), শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) এবং আরও অনেক তারকা।
KIFF-এর ২৮তম সংস্করণের স্লোগান হচ্ছে ‘মিট দ্য ওয়ার্ল্ড অ্যাট দ্য ওয়ার্ল্ড অফ সিনেমা’ (Meet the World at the World of Cinema)। স্লোগানকে আরও স্মরণীয় করতে নন্দন চত্বর ও নজরুল তীর্থে প্রদর্শিত হবে জঁ লুক গোদারের (Jean-Luc Godard) নানান অবিস্মরণীয় কাজ। এছাড়াও শতবর্ষের শ্রদ্ধা জানাতে বিভিন্ন মঞ্চে প্রদর্শিত হবে দিলীপ কুমার, ভারতী দেবী, হৃষিকেশ মুখার্জি, অসিত সেন, অ্যালাইন রেসনাইস, পাওলো পাসোলিনি, মাইকেল ক্যাকোয়ানিস এবং কে আসিফের মতো কিংবদন্তিদের নানান কালজয়ী সিনেমা।
এছাড়াও শ্রদ্ধা জানানো হবে এবছর প্রয়াত পরিচালক তরুণ মজুমদার, অভিনেতা প্রদীপ মুখার্জি এবং সন্তুর উস্তাদ পণ্ডিত শিবকুমার শর্মা-কে। এই বিভাগের অন্যতম একটি অংশ হল ‘দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে’-এর অভিনেত্রী অ্যাঞ্জেলা ল্যান্সবারি, যিনি এ বছর অক্টোবরে প্রয়াত হয়েছেন। হলিউড সিনেমার স্বর্ণযুগের শেষ কয়েকজন তারকাদের অন্যতম ছিলেন অ্যাঞ্জেলা।
____
অমিতাভ বচ্চন রেট্রোস্পেক্টিভে যে যে ছবিগুলি দেখানো হবেঃ
অভিমান (ABHIMAAN)
হৃষিকেশ মুখার্জি
১৫ ডিসেম্বর, বিকেল ৫টা, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম (উদ্বোধনী ছবি)
ব্ল্যাক (BLACK)
সঞ্জয় লীলা বনশালি
১৭ ডিসেম্বর, বিকেল ৪-০০, রবীন্দ্র সদন
ব্ল্যাক
শক্তি (SHAKTI)
রমেশ সিপ্পি
১৭ ডিসেম্বর, সন্ধে ৬-৩০, চলচ্চিত্র শতবার্ষিকী ভবন
দিওয়ার (DEEWAR)
পরিচালকঃ যশ চোপড়া
১৯ ডিসেম্বর, সন্ধে ৬-৩০, চলচ্চিত্র শতবার্ষিকী ভবন
কালা পাত্থর (KALA PATTHAR)
যশ চোপড়া
১৯ ডিসেম্বর, বিকেল ৪-০০, রবীন্দ্র সদন
আনন্দ (ANAND)
হৃষিকেশ মুখার্জি
২০ ডিসেম্বর, সন্ধে ৬-৩০, শিশির মঞ্চ
সিলসিলা (SILSILA)
যশ চোপড়া
২১ ডিসেম্বর, সন্ধে ৬-৩০, চলচ্চিত্র শতবার্ষিকী ভবন
বেমিসাল (BEMISAL)
হৃষিকেশ মুখার্জি
২২ ডিসেম্বর, সন্ধে ৬-৩০, শিশির মঞ্চ
____