রাজ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির সংখ্যা ৩৩

রাজ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির সংখ্যা ৩৩। বুধবার বিধানসভায় প্রশ্ন-উত্তর পর্বে রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সংশোধনাগার সংক্রান্ত এই তথ্য জানান। তিনি বলেন, পশ্চিমবঙ্গের ২৪টি রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে মোট বন্দির সংখ্যা ২৩,২৯০জন। তার মধ্যে ৩ হাজার ১৮৪ জন সাজাপ্রাপ্ত এবং ২০,০৭৩ জন বিচারধীন।
রাজ্য সরকারের উদ্যোগে এই সব সংশোধনাগারে শুরু করা হয়েছে নানা রকম ক্রিয়াকর্ম। তাদেরকে ছবি আঁকা, ভাস্কর্য, পোশাক তৈরি করা শেখানো হচ্ছে। কিছুদিন আগেই সেই সব পোশাক পরে র্যারম্প মাতিয়েছেন বড় বড় অভিনেতা-অভিনেত্রীরা। নাচ, গান, নাটক ও সাহিত্যচর্চার ব্যবস্থা করা হয়েছে 'মুক্তধারা'র উদ্যোগে। বিধানসভায় এই রকম নানা উদ্যোগের কথা জানালেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এই সব উদ্যোগে বন্দিদের আত্মবিশ্বাস যেমন বাড়ছে তেমনই জেলের বাইরে গিয়ে যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারেন তার ব্যবস্থাও করা হচ্ছে।