No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    মার্বেল লেক — অযোধ্যার বুকে একটুকরো ‘গ্র্যান্ড ক্যানিয়ন’

    মার্বেল লেক — অযোধ্যার বুকে একটুকরো ‘গ্র্যান্ড ক্যানিয়ন’

    Story image

    মার্বেল লেক। যেখানে গেলেই ছুঁয়ে দেখা যায় আশ্চর্য সব মার্বেল পাথর। সাদা-কালো বা রঙীন। ফিরে পাওয়া যায় ছেলেবেলার পাথরে পাথরে ঘষে আগুন জ্বালার এক একটা নিশ্বাস। পাথরের মধ্যে প্রাণ খুঁজে পাবার বৃথা চেষ্টা। পুরুলিয়া শহর ছাড়িয়ে অযোধ্যার ধার ঘেঁষে যেতে যেতে পাওয়া যাবে এমনই একটি আশ্চর্য জায়গা৷ বারবার পাথুরে পাহাড় ঘেরা টলটলে জলের দিকে তাকিয়ে ভালোবাসা যায়, প্রেমে পড়া যায়। 

    কিন্তু লেকটি যেন একটা বিস্ফোরণের মতো। পাথরের খাঁজ কেটে হঠাৎ দেবদূতের মতো বেরিয়ে এল গিরিখাত৷ গিরিখাতকে ভিজিয়ে দিল ঝরনার জল। তৈরি হল ছোট্ট একটি হ্রদ। যার পোশাকি নাম- মার্বেল লেক৷ সাধারণত পুরুলিয়াকে রুক্ষ মাটির দেশ বলা হয়। এই রুক্ষ লাল মাটি ভেদ করে এমন স্বচ্ছ জল জন্ম নেওয়ার ইতিহাসটিও তাই চমৎকার। সেখানকার মানুষদের মতে প্রকৃতির দান। আর চেহারা? ঠিক যেন আমেরিকা-কানাডা সীমান্তের গ্র্যাষন্ড ক্যানিয়ন। তাই বারবার বিশ্ব মানচিত্রে বিদেশি গ্র্যাকন্ড ক্যানিয়নের সঙ্গে তুলনা টেনে চলে আসে বাংলার মার্বেল লেকের নাম।

    আমেরিকার সাজানো গোছানো শহর অ্যারিজোনা। সেখানে কলোরাডো নদীকে ঘিরে রেখেছে প্রাচীন গ্র্যান্ড ক্যানিয়ন। ঠিক রাজার মতোই জমকালো তার অবস্থান। অযোধ্যার মার্বেল লেক ক্যানিয়নের মতো অত বিস্তৃত নয়। কিন্তু এ যেন তারই ছোট্ট একটা রূপ। এখানে পাহাড়ি খাদ নেই তেমন। তবে চারদিক সবুজ জঙ্গলে ঘিরে রেখেছে। ওই গাছগুলি পাহারাদার। মাঝে বৃত্তাকার নীল রঙের হ্রদটি। চারপাশের পাহাড়ে লম্বা-চওড়া পাথর। উপচে পড়ে পর্যটকদের ভিড়।

    অযোধ্যা থেকে বামনি ঝরনা যাওয়ার পথে কিছুটা এগোতেই পাওয়া যাবে পাহাড় ঘেরা এই জলাশয়ের খোঁজ। পোশাকি নাম মার্বেল লেক হলেও স্থানীয় কিছু ডাকনামও আছে। শোনা যায় অনেকে নাকি পাতাল ড্যাম নামে ডাকেন। তার কারণ গাড়ি যেখানে থামবে, সেখান থেকে হ্রদে যেতে অনেকটা নিচে নামতে হবে। আবার কেউ কেউ নীল স্বচ্ছ জলের জন্য নীল ড্যাম বলেও ডাকেন। ইতিহাস বলে, পৃথিবীর চতুর্থ বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রোজেক্টের কাজের জন্য বিস্ফোরণ করে পাথর ভাঙতে গিয়ে সেই পাথরের খাঁজে তৈরি হয় মার্বেল লেক। যাঁরা অযোধ্যা বেড়াতে যান, একবার হলেও এই নৈসর্গিক হ্রদে নিজের পা ভিজিয়ে যান। এমন অপরূপ দৃশ্য ধারণ করাও কিন্তু কঠিন। প্রাণ জুড়োয়, চোখ জুড়োয়। আক্ষরিক অর্থেই মার্বেল লেক প্রকৃতির দান।

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @