No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    দেশি ধানের ম্যাজিক দেখাচ্ছেন ফুলিয়ার কৃষি গবেষকরা

    দেশি ধানের ম্যাজিক দেখাচ্ছেন ফুলিয়ার কৃষি গবেষকরা

    বাংলার নিজস্ব সম্পদ তার দেশি ধান। বৈচিত্র্যময় এই ধানের উৎপাদনের খরচ কম, মানুষ ও প্রকৃতির পক্ষেও ক্ষতিকর নয়। তবে এখন আপাতদৃষ্টিতে বেশি লাভজনক আধুনিক হাইব্রিড ধানের দিকেই কৃষকরা ঝুঁকে পড়ছেন বলে প্রকৃতিবান্ধব নানান জাতের ধান লুপ্ত হয়ে যাচ্ছে ক্রমেই। ফুলিয়া কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে সহকারী কৃষি অধিকর্তা ডঃ অনুপম পালের উদ্যোগে ২০০১ সাল থেকে দেশি ধানের জৈব কৃষি নিয়ে কাজ শুরু হয়। এখনও পর্যন্ত প্রায় ৪৩০ রকমেরও বেশি দেশি ধান তাঁরা সংগ্রহ করেছেন। ডঃ অনুপম পাল ‘বঙ্গদর্শন’-কে জানালেন, দেশি ধান সংরক্ষণে তাঁদের মেহনত ও গবেষণার কথা। উপরের ভিডিওতে পাবেন বিস্তারিত তথ্য।

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @