No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    রাজ্যে প্রথম আদিবাসী মিউজিয়াম ঝাড়গ্রামে

    রাজ্যে প্রথম আদিবাসী মিউজিয়াম ঝাড়গ্রামে

    Story image

    একটা আধার কার্ড দিয়ে তো এক জন মানুষের পরিচয়ের সবটা জানা যায় না। আরও কিছু চাই। পুরোনো তোরঙ্গ খুললে সব বাড়িতেই বেরিয়ে পড়ে দাদু-ঠাকুমার পোস্টকার্ড, জং ধরা বাক্সের ভিতরে মুচমুচে হয়ে যাওয়া চশমা, মলিন শাল অথবা তিন টাকা চালের মন লেখা বাজারের ফর্দ আর প্রাচীন গন্ধ। এই সব প্রতিটি তোরঙ্গই আসলে বাড়ির এক একটি অনু-মিউজিয়াম। শিকড়। পরিবারের সেই পরিচয়, যা হারিয়ে গেলে ভবিষ্যৎ অস্পষ্ট হয়ে যায়। আর তাই সমাজের পরিচয় জানতে এবং জানাতে মানুষ সংগ্রহশালা তৈরি করে। কিন্তু সে সব সাধারণত শহুরে মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকে।

    সেই ট্র্যাডিশন ভাঙলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগে অরণ্য শহর ঝাড়গ্রামে নতুন যাত্রা শুরু করল, রাজ্যের প্রথম আদিবাসী মিউজিয়াম।

    শাল-পিয়াল-মহুয়ার জঙ্গল ঘেরা মল্ল রাজার দেশ। দলমা হাতির দল। পশ্চিমে সূবর্ণরেখা নদী আর এখানকার আদিম অধিবাসী। আদিবাসী সমাজ অধ্যুষিত লালমাটির এই শহরই হল অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। জঙ্গল, বন্যপ্রাণী এবং আদিবাসী। এই হল এখানকার, এই অঞ্চলের পরিচয়। যে পরিচয় আধার কার্ডে লেখা থাকে না। হয়তো থাকা সম্ভবও নয়। এই সব নিয়েই পশ্চিমবঙ্গে আদিবাসী সম্প্রদায়কে উৎসর্গ করে মুখ্যমন্ত্রীর উদ্যোগে তৈরি হল আদিবাসী ইন্টারপ্রিটেশন সেন্ট্রার।

    ভোপালের ইন্দিরা গান্ধী মানব সংগ্রাহলয়, মহারাষ্ট্রের আদিবাসী সংগ্রহশালা, মধ্যপ্রদেশের ট্রাইবাল মিউজিয়াম, আমদাবাদ আদিবাসী মিউজিয়াম, পুনের ট্রাইবাল মিউজিয়াম, গুজরাটের দ্যা আদিবাসী মিউজিয়ামের মতো পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামেও হল আদিবাসী মিউজিয়াম।

    পশ্চিমবঙ্গের আদিবাসী মানুষ, তাঁদের দিন যাপনে ব্যবহৃত উপাদান, শিল্প, বাদ্যযন্ত্র, ধর্ম, অস্ত্র-শস্ত্র, বন্যপ্রাণী, এই সব কিছু নিয়েই ঝাড়গ্রামের বাঁদরভুলার প্রকৃতি পর্যটনকেন্দ্রের কটেজের কাছেই এই মিউজিয়াম। ১৪ জুন মঙ্গলবার এই আদিবাসী মিউজিয়ামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাদা-নীল রঙের দেওয়াল আঁকা ছবি দিয়ে সাজানো এই মিউজিয়ামে আছে উপজাতি সম্প্রদায়ের তাঁতশিল্প, হস্তশিল্প, ছৌয়ের মুখোশ, খেজুর পাতার চাটাই, বাবুই দড়ির খাটিয়া, তালপাখা, ঢেঁকি, তির, ধনুক, বল্লম, টাঙ্গি, ত্রিশূল, দাঁ, হাঁসুয়া; মাটির তৈরি দেব-দেবীর, হাতি-ঘোড়ার মূর্তি। আছে আদিবাসী নাচ ভাদু, পাতা ও শবরদের চ্যাং নাচের ছবি। বিভিন্ন ধরনের মাদল, লালপাড়ের হলুদ শাড়ি পড়া নৃত্যরতা আদিবাসী নারীর স্ট্যাচু।

    ঝাড়গ্রামকে জানা-চেনা ও দেখা তো বটেই, তার সঙ্গে উপভোগ করতে পারা যাবে লোকসংগীত ও লোকনৃত্যও। বলাবাহুল্য ঝাড়গ্রামের এই আদিবাসী মিউজিয়াম, যা পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে এক নতুন মাত্রা যোগ করবে।

    ছবিঃ অশোক মজুমদার

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @