পুজোয় ভ্রমণপিপাসুদের নতুন গন্তব্য মালদার আদিনা ইকো পার্ক

পুজোয় বেড়াতে যাওয়ার নিত্যনতুন জায়গার খোঁজে থাকে বাঙালি। তাদের জন্য কয়েকদিনের মধ্যেই খুলে যাবে মালদার আদিনা ইকো পার্ক। ঐতিহ্যবাহী আদিনা মসজিদের গা ঘেঁষেই এটি গড়ে উঠছে।
৪৮ বিঘে জমির ওপর গত দু’বছর ধরে এই পার্কের কাজ চলছে, যার সরকারি নাম আদিনা ট্যুরিজম কেন্দ্র। পার্কটি খুলে গেলে পুজোর আগেই বেশ কিছু কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং ১০০ দিনের কাজের প্রকল্পে নির্মীয়মান এই নতুন পর্যটনকেন্দ্রটি থাকছে গাজোল ব্লকের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে।
পর্যটকদের জন্য রাত্রিযাপনের বন্দোবস্ত রাখা হবে এখানে। শীতাতপ নিয়ন্ত্রিত গেস্টহাউজে আলাদা কিচেন রুম থাকছে। ইচ্ছে করলে পর্যটকরা রান্না করে খেতে পারবেন। পার্কে থাকবে পাখিরালয়, প্রজাপতি পার্ক, শিশুপার্ক, দু’টি জলাশয় এবং আরও অনেক কিছু। একটি জলাশয়ে বোটিং-এর ব্যবস্থা করা হবে। আরেকটি জলাশয়ে থাকবে রঙিন মাছ।