No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    সিনেমা জগতের অজানা গল্প নিয়ে আড্ডায় মাতছেন অতনু ঘোষ এবং বিপ্লব দাশগুপ্ত

    সিনেমা জগতের অজানা গল্প নিয়ে আড্ডায় মাতছেন অতনু ঘোষ এবং বিপ্লব দাশগুপ্ত

    Story image

    বিশ্ব মহামারির অভিঘাতে পাল্টে গিয়েছে আমাদের জীবনযাত্রা। সংস্কৃতি-নান্দনিকতার জগৎও তার থেকে মুক্ত নয়। পরিবর্তিত অবস্থায় কেমন হতে চলেছে বাংলা সিনেমা-থিয়েটারের ভবিষ্যৎ? কীভাবে ভাঙছে এতদিনের চেনা ছক? এই নিয়েই আড্ডায় মাতছেন অতনু ঘোষ এবং বিপ্লব দাশগুপ্ত। চোখ রাখুন ‘বঙ্গদর্শন’-এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, আজ রাত ৮টায়। 

    বিপ্লব দাশগুপ্ত একালের সিনেমা ও থিয়েটার দুনিয়ার এক বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁর সঙ্গে একান্ত আলাপচারিতায় চলচ্চিত্রকার অতনু ঘোষ তুলে ধরবেন নিজের জার্নির কথা। টেলিভিশন কীভাবে সিনেমাকে প্রভাবিত করেছে, তার ইতিহাসও উঠে আসবে। উত্তমকুমার, গীতা দে, জহর রায়, কালী ব্যানার্জি এবং আরও বেশ কয়েকজন প্রবাদপ্রতীম অভিনেতা-অভিনেত্রী সঙ্গে কাজ করার আশ্চর্য অভিজ্ঞতা শেয়ার করবেন তাঁরা। সেকালের শিল্পীদের অধ্যাবসায় যেমন শিক্ষণীয়, তাঁদের রসবোধও ছিল অবাক করার মতো। নাওয়াজউদ্দিন সিদ্দিকি, রাজকুমার রাও, ভিকি কৌশল, আয়ুষ্মান খুরানা, বরুণ ধাওয়ান – সমকালীন বলিউডের একঝাঁক দক্ষ অভিনেতাদের নিয়েও থাকছে আলোচনা।

    আড্ডামহলের আজকের পর্বটি যেমন সিনেমাপ্রেমী আম-মানুষের মন জিতে নেবে, তেমনি যাঁরা সিনেমা-থিয়েটার নিয়ে গভীরতর অনুসন্ধান করতে চান, তাঁদেরও রসদ জোগাবে। 

    আড্ডামহলের তৃতীয় পর্ব ফেসবুকে দেখার জন্য এই লিংকে এবং ইউটিউবে দেখতে চাইলে এই লিংকে ক্লিক করুন।

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @