হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে আড্ডা, অরুন্ধতী-শিবাজীর সঙ্গে থাকছেন বিপ্লব দাশগুপ্ত

এবছর কিংবদন্তি সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মশতবর্ষ। আজও তাঁর কণ্ঠ আমাদের মন ভরিয়ে দেয়, তাঁর সুর আমাদের উদ্বেলিত করে প্রাণের আবেগে। তাঁকে নিয়েই আড্ডায় মাতছেন একালের দুই প্রখ্যাত সংগীতশিল্পী অরুন্ধতী হোম চৌধুরী এবং শিবাজী চট্টোপাধ্যায়। সঙ্গে থাকছেন থিয়েটার ও সিনেমা দুনিয়ার বিশিষ্ট ব্যক্তিত্ব বিপ্লব দাশগুপ্ত। চোখ রাখুন বঙ্গদর্শনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, আজ রাত ৮টায়।
অরুন্ধতী হোম চৌধুরী এবং শিবাজী চট্টোপাধ্যায়ের সংগীতজীবনের শুরুতে ফ্রেন্ড-ফিলোজফার-গাইডের ভূমিকা পালন করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। তাঁরই ভাবনা এবং সুরে গান গেয়ে জনপ্রিয় হন এই জুটি। এখনও তাঁদের গায়কিতে হেমন্ত মুখোপাধ্যায়ের প্রভাব বেশ স্পষ্ট। অরুন্ধতী-শিবাজী যখন হেমন্তকে নিয়ে আলোচনা করেন, তা অবশ্যই ভিন্নতর দিশার সন্ধান দেয় আমাদের।
আজ যেমন তাঁরা হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে কথা বলবেন, তাঁদের নিজস্ব সঙ্গীতযাপন এবং জার্নির প্রসঙ্গও তেমনি উঠে আসবে। বিপুল অভিজ্ঞতার ভাণ্ডার উজার করে আমাদের সমৃদ্ধ করবেন বিপ্লব দাশগুপ্ত। তাই কোনোভাবেই মিস করা যাবে না আজকের আড্ডামহল।