No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    কৈশোরে প্রথম প্রেমে পড়েই কবিতা লেখা শুরু করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়  

    কৈশোরে প্রথম প্রেমে পড়েই কবিতা লেখা শুরু করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়  

    Story image

    কৈশোরে প্রথম প্রেমে পড়েই নাকি প্রথম কবিতা লিখতে শুরু করেছিলেন কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়। পুরোপুরি রোম্যান্টিক সম্পৃক্ততা যাকে বলে! তাইতো নিজেই বলেছেন, “আঠারো বছর বয়স কী দুঃসহ! সেই আমিকে প্রকাশ করতে গিয়েই কবিতা। অভিনয়ে নিজেকে আড়াল করাটাই অভিনেতার কাজ। যারা নিজেকে দেখায় তারা অভিনেতা নয়। শো-ম্যান হতে পারে। কবিতার ক্ষেত্রে বেরিয়ে আসে আমার সেই আমি, যে নিজেকে আড়াল থেকে টেনে এনে প্রকাশ করতে চায়। সেই আমি মুক্ত। কবিতা আমাকে মুক্ত করে দেয়।” কবিতা সমগ্রের ভূমিকাতে সৌমিত্র লিখছেন, “আমি কবিতা লিখতে শুরু করেছিলাম কৈশোরের নতুন জন্মানো প্রেমাকাঙ্ক্ষার আন্দোলনে...। পরবর্তীকালে অবশ্য একটু একটু করে প্রকৃতি, সমাজ, বেঁচে থাকার অপরিহার্য অভিজ্ঞতাও কবিতার মধ্যে ফুটে উঠতে আরম্ভ হল। কোনও বড়ো ভাব বা আদর্শের প্রভাবে আমার লেখা শুরু হয়নি।”

    ‘চারুলতা’-য় সৌমিত্র চট্টোপাধ্যায় 

    কবিতা, এ তো একটা দিক মাত্র। থরে থরে সৌমিত্র চট্টোপাধ্যায় লালন করে এসেছেন চলচ্চিত্র, থিয়েটার, আবৃত্তি আরও কত কি! চোখের গভীরতায় এখনও খুঁজে পাওয়া যায় সেই সারল্য হাসি আর অফুরন্ত ছটফটে একটা প্রাণ। কোনি চলচ্চিত্রে হয়তো তাঁর মুখেই মানায়, ‘ফাইট কোনি ফাইট’। আবার সেই শিক্ষকেরই আরেক তেজস্বী প্রতিবাদী রূপ পাওয়া যাবে হীরক রাজার দেশে'র উদয়ন পণ্ডিতের মধ্যে৷ 

    ফেলুদা রূপে সৌমিত্র 

    ছিপছিপে লম্বা চেহারা আর মুখে শিশুর সারল্য, এই ‘আইকনিক’ বৈশিষ্ট্যেই পথ চলা শুরু করেছিল ‘অপু’। তিনি যতটা ‘ফেলুদা’, ততটাই চারুলতার ‘অমল’। আর হাল আমলের আদর্শবাদী বরুণবাবুর বন্ধু৷ তাই তো বাঙালির কাছে এখনও প্রিয় তর্কের বিষয় উত্তম নাকি সৌমিত্র?

    ‘রাজা লিয়ার’ নাটকে মুখ্য ভূমিকায় অভিনেতা সৌমিত্র 

    আরও পড়ুন: শেষ স্তম্ভ

    সত্যজিৎ রায়, মৃণাল সেন, অজয় কর, তপন সিনহা, ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন, গৌতম ঘোষ প্রমুখের ছবিতে চুটিয়ে অভিনয় করেছেন। পুরষ্কার হিসেবে হাতে এসেছে ভারত সরকারের পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে; ফ্রান্স সরকারের লিজিওন অফ অনার। তাঁদের মতো মানুষদের মৃত্যু হয় না। তাঁরা বারবার জন্মান সিনেমার প্রত্যেকটি ফ্রেমের মধ্যে, থিয়েটারে দর্শকদের হাততালির মধ্যে আর কবিতার প্রতিটি অক্ষরের মধ্যে।

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @