No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    প্রায় ২১৪ দিন পর আজ থিয়েটারের জন্য দরজা খুলছে আকাদেমি  

    প্রায় ২১৪ দিন পর আজ থিয়েটারের জন্য দরজা খুলছে আকাদেমি  

    Story image

    সাত মাস, দিনের দিক থেকে হিসাব করলে সংখ্যাটা প্রায় ২১৪৷ হ্যাঁ, ২১৪ দিন পর আবার থিয়েটারের জন্য দরজা খুলতে চলেছে ঐতিহ্যবাহী আকাদেমি। আকাদেমিতে শেষ নাটক মঞ্চস্থ হয়েছিল ১৫ মার্চ। সেদিন ছিল দুটি মঞ্চায়ন। দুপুর ৩টেয় সোহমের ‘আধা আধুরে’ এবং সন্ধে ৬-৩০টায় বেলঘরিয়া হাতেখড়ির ‘পিউ মুলো নিম্বার’। সাত মাস পর আকাদেমি আবার মঞ্চ খুলছে থিয়েটার ফরমেশন পরিবর্তকের সাড়া জাগানো প্রযোজনা ‘একটি উত্তর আধুনিক সামাজিক পালা’র মাধ্যমে। খবর পাওয়া গেছে, অক্টোবর মাসের ১৮, ২২, ২৩, ২৪-এ নান্দীকার এবং রংরূপ তাদের নাটক মঞ্চস্থ করবে।

    ঘণ্টা দুয়েকের আদ্যন্ত রাজনৈতিক একটি নাটক ‘একটি উত্তর আধুনিক সামাজিক পালা’। মরিয়া হয়ে প্রাসঙ্গিকতা খোঁজার চেষ্টা করতে হবে না। নিতান্তই সময়ের চাহিদা থেকে এ নাটকের জন্ম। যেখানে প্রধান চরিত্র বলতে কেউ নেই। নেই কোনো ‘নায়ক’। আছে সময়। নাটকের চরিত্রকে দিয়ে যে বলিয়ে নেয়, “ম্যায় সময় হুঁ, ম্যায় থি, ম্যায় হু অউর ম্যায় হি রহুঙ্গি”। এখানে নির্দিষ্ট কোনো গল্প নেই। যা আছে, আপাতদৃষ্টিতে দেখলে মনে হতে পারে বিক্ষিপ্ত কিছু ঘটনা, সময়ের নিরিখে যা বিক্ষিপ্ত কিংবা ‘বিচ্ছিন্ন’ নয় একেবারেই। মঞ্চে উপস্থিত থাকবেন জনা তিরিশেক অভিনেতা। তবে এবারের অন্যতম আকর্ষণ সংগীতশিল্পী অর্ক মুখার্জি। নির্দেশকে নাম আলাদা করে দেওয়া নেই। তবে এ ভাবনা জয়রাজ ভট্টাচার্যের মস্তিষ্কপ্রসূত। টিকিটের মূল্য ধার্য করা নেই। দর্শকই ঠিক করবেন কত টাকা দেওয়া যায় এই নাটক দেখার জন্য৷

    একটি উত্তর আধুনিক সামাজিক পালা

    থিয়েটারপ্রেমীরা যারা এতদিন দিন গুনেছেন আবার কবে থিয়েটার পাড়ায় যাবেন, আজ তাঁদের জন্য এই সুখবর৷ আজ সন্ধে ৬ঃ৩০টায় আবার আকাদেমির মঞ্চে আলো জ্বলবে। বসার সিটে পড়বে টর্চের আলো। গ্রিনরুম ভরে উঠবে। টিকিট কাউন্টার সেজে উঠবে৷ আর সঙ্গে থাকবেন আপনারা। তবে অবশ্যই সবরকম সচেতনতা অবলম্বন করেই।
     

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @