No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    চারুলতা, অপর্ণা, বিমলার নায়ক সৌমিত্রর নয়া ‘অভিযান’

    চারুলতা, অপর্ণা, বিমলার নায়ক সৌমিত্রর নয়া ‘অভিযান’

    Story image

    এ শহরের নাম কলকাতা। ভালোবেসে তাকে তিলোত্তমা বলি। এই সিটি অফ জয়-এর কোনো এক অংশ থেকে গাঢ় কণ্ঠস্বরে ভেসে আসছে ‘গ্রো ওল্ড অ্যালং উইথ মি, দ্য বেস্ট ইজ ইয়েট টু বি’। মানুষটার নাম সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি একধরনের জেদ কিংবা তীব্র আলোর ছটা কিংবা বাঙালির অহংকার। অহংকার করার মতো মানুষের সংখ্যা নিতান্তই কমে আসছে৷ ঠিক যেমন এক মাস আগেই হারালাম কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়কে। সেদিন তিলোত্তমা শুনতে পেয়েছিল ভেঙে পড়ার কান্না। অতিমারীতেও তাঁর শেষযাত্রায় পা মিলিয়েছিল অসংখ্য মানুষ।

    সৌমিত্রর যুবক বয়সে যিশু সেনগুপ্ত

    এই প্রথমবার তাঁর সুবিস্তৃত জীবনের নানান ঘটনা পরম্পরা সিনেপর্দায় উঠে আসছে পরমব্রত চট্টোপাধ্যায়ের হাত ধরে। গত ১৯ জানুয়ারি সৌমিত্রর জন্মদিনে সেই ছবি ‘অভিযান’-এর টিজার প্রকাশিত হল। দেখে কী হল বলুন তো? আরেকটু মনখারাপ হল। এই শেষ। আর নতুন করে বড়োপর্দায় দেখতে পাওয়া যাবে না তাঁকে। জীবনের শেষ কাজটি অর্পণ করে গেলেন তরুণ প্রজন্মকে। তিনি শুধুমাত্র অভিনেতা নন, তিনি কবি, তিনি নাট্যকার, এমনকি একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্টও বটে। এই সবকিছুই জায়গা করে নেবে অভিযান চলচ্চিত্রে। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়।

    ‘অরণ্যের দিনরাত্রি’র সেই বিখ্যাত দৃশ্য

    যুবক সৌমিত্রের ভূমিকায় দেখা যাবে যিশু সেনগুপ্তকে। শিশির কুমার ভাদুড়ির কাছে অভিনয় শিখতে যাওয়া থেকে সত্যজিতের অপু হওয়া। টিজারে বাঙালি ফিরে পেল প্রিয় কিছু দৃশ্যের কোলাজ। ‘অরণ্যের দিনরাত্রি’র ছয়জনের গোল করে বসে আড্ডা থেকে ‘চারুলতা’র দোলনার সামনে শুয়ে থাকা। কিংবা ‘অপুর সংসারে’ অপর্ণা লুকিয়ে দেশলাই বাক্সে লিখে দিয়েছে, খাওয়ার পর একটা করে, কথা দিয়েছ। আবার সবকিছু নতুন করে খুঁজে পাওয়া যাবে এই বর্ণময় অধ্যায়ে।

    সত্যজিৎ রায়ের চরিত্রে কিউ

    ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কিউ, রুদ্রনীল ঘোষ, সোহিনী সেনগুপ্ত, বাসবদত্তা চট্টোপাধ্যায় আরও অসংখ্য শিল্পী। একটি সাক্ষাৎকারে পরমব্রত বলেছিলেন ‘অভিযান’ নামটি বেছে নেওয়ার কারণ। বলেছেন, “অভিযান ছবিটি সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনে একটি গুরুত্বপূর্ণ ছবি, কিন্তু আন্ডাররেটেড। এই ছবিটা নিয়ে অনেক কম কথা হয়। উনি নিজেও বিশ্বাস করতেন এটাই। দ্বিতীয়ত, এই ছবিটার মধ্যে দিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনের অভিযানকে তুলে ধরার চেষ্টা করেছি। সেখানে কাজ আছে, অ্যাডভেঞ্চার আছে, ব্যক্তিগত জীবন আছে। যাত্রাটা খুব উত্তেজনাময়। সেই কারণেই ছবির নাম অভিযান।”

    সৌমিত্র যখন ‘দ্য সৌমিত্র চট্টোপাধ্যায়’

    সব শেষে পড়ে থাকে বাঙালির সবচেয়ে প্রিয় ফেলুদা। উচ্চারণে একটু এদিক-ওদিক হলেই তিনি বলে উঠবেন, ‘ফেলুদা! ফ নয় ফ.. এফ ইন ইংলিশ, ফ ইন বেঙ্গলি।’
     

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @