No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    বিশ্বের আঙিনায় তরুণদের ছবি, ছবিমহল-এর বিশেষ রজতজয়ন্তী পর্ব

    বিশ্বের আঙিনায় তরুণদের ছবি, ছবিমহল-এর বিশেষ রজতজয়ন্তী পর্ব

    Story image

    শুরুটা হয়েছিল ২০১৮-র সেপ্টেম্বর মাসে বঙ্গদর্শন পুজোসংখ্যার হাত ধরে। সম্পাদকমণ্ডলীর বিচারে ঠিক হয়েছিল পুজোসংখ্যায় আলোকচিত্র নিয়ে একটি বিভাগ থাকবে। সেইমতো আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের চারজন আলোকচিত্রীকে। পশ্চিমবঙ্গের অভিজিৎ চক্রবর্তী, প্রদ্যুৎ চৌধুরী এবং বাংলাদেশের মইনুল আলম, রাসেল রণি। বিভাগের নাম দেওয়া হয়েছিল ‘ছবিমহল’। আমরা চাইনি ছবিমহল বিভাগটি শুধুমাত্র পুজোসংখ্যার মধ্যেই সীমাবদ্ধ থাকুক। সেইমতো গত ১০ নভেম্বর থেকে প্রতি শনিবার একজন তরুণ আলোকচিত্রীকে ফোকাস করে বিভাগটি ধীরে ধীরে বৃহদাকারে পৌঁছে যায়। তারপর দেখতে দেখতে প্রায় পাঁচ মাস হয়ে গেল। ছবিমহল এসে পড়ল ২৫তম পর্বে। ছবিমহল বিভাগের মূল উদ্দেশ্য তরুণ আলোকচিত্রীদের নিয়ে কাজ করা। যাঁরা দীর্ঘদিন ছবি তোলার নেশায় বুঁদ হয়ে আছেন, অথচ যাঁদের উদ্দেশে কখনও টুঁ-শব্দ প্রকাশিত হয়নি, আমরা কথা বলব তাঁদের হয়ে। সেইসমস্ত সাড়া জাগানো ছবি পৌঁছে যাবে গোটা বিশ্বে। বাংলার প্রথম কোনো দৈনিক ওয়েব পোর্টাল নিয়ম করে আলোকচিত্র শিল্পকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে বিশ্বের আঙিনায়। আজ এই বিশেষ দিনে কৃতজ্ঞতা রইল পাঠক এবং দর্শকদের প্রতি। তাঁদের উৎসাহ আমাদের ২৫টা পর্ব সার্থক করে তুলেছে। আগামীদিনে এই বিভাগ সমৃদ্ধ হবে আরও নাম না জানা আলোকচিত্রীদের ফ্রেমে। এক একটা ফ্রেম হয়ে উঠবে বাংলার চিরন্তন প্রেমগাথা। আজকের ছবিমহলে ফিরে দেখা বাছাই করা কয়েকটি ছবি। ২৩টি পর্ব থেকে একটি করে ছবি তুলে দেওয়া হল। (বাকি একটি পর্ব ফটোগ্রাফি কেন্দ্রিক ছিল না, সেখানে আখ্যান ছিল মূল বিষয়। তাই একটি পর্বকে বাদ রাখা হল।) আরেকবার সবাই মিলে ঘুরে দেখব গ্যালারি। উল্লাস!

    ছবি- প্রতীক দে চৌধুরী ছবি- সোমনাথ চক্রবর্তী ছবি- বিজয় চৌধুরী ছবি- অঙ্কিতা পাল ছবি- অভিজিৎ চক্রবর্তী ছবি- অনুষ্টুপ রায় ছবি- দেবাশিস নন্দী ছবি- এমদাদ হোসাইন ছবি- তীর্থেন্দু ব্যানার্জী ছবি- রাসেল রনি ছবি- সুপ্রিয় মিত্র

    ছবি- অরুণ পাল  ছবি- কুশল গঙ্গোপাধ্যায় ছবি- শুভম গুঁইন ছবি- রাণা পাণ্ডে ছবি- অনিঙ্ক আচার্য ছবি- অভিষেক ঝা ছবি- অরিত্র দত্ত ছবি- অরিত্র দালাল ছবি- অনিমিখ পাত্র ছবি- রণজয় ব্যানার্জী ছবি- নীলাঞ্জন রায় ছবি- সায়নী চক্রবর্তী

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @