বঙ্গদর্শন ইনফরমেশন ডেস্ক
৭ মে, ২০২২ ১০:৪২:০৩
শনিবারের কড়চা : রবীন্দ্রনাথ ঠাকুর জন্মবার্ষিকী সংখ্যা ১৪২৯

রবীন্দ্রনাথ (Rabindranath Tagore) বিষয়ক সমস্ত লেখালেখির সঙ্গে থেকেছেন বঙ্গদর্শনের (Bongodorshon) পাঠক। এমন সুবিস্তৃত রবীন্দ্রনাথ-চর্চা কোনও সংবাদমাধ্যমেই দেখা যায় না। দীর্ঘদিন ধরে বিশিষ্ট গবেষক, সমাজতাত্ত্বিক, শিক্ষক, ছাত্র কলম ধরেছেন বঙ্গদর্শনে। মূল্যবোধের কাছে রবীন্দ্রনাথ এক ও অদ্বিতীয়।