No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার ২০২১-এর তালিকায় চার বাঙালি বিজ্ঞানী

    শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার ২০২১-এর তালিকায় চার বাঙালি বিজ্ঞানী

    Story image

    দেশের অন্যতম ঐতিহ্যবাহী বিজ্ঞান সম্মান শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার। ৪৫ বছরের কমবয়সী কৃতি বিজ্ঞানীদের এই সম্মান দেওয়া হয়। চলতি বছর এই সম্মান দেওয়া হচ্ছে ১১ জন বিজ্ঞানীকে। এঁদের মধ্যে ৪ জনই বাঙালি কৃতি।

    জীবনবিজ্ঞান, রসায়ন, পরিবেশ বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, গণিত, মেডিসিন এবং পদার্থবিদ্যার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। গত রবিবার কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (CSIR) ৮০তম প্রতিষ্ঠা দিবসে পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হল।

    এক নজরে চার বাঙালি বিজ্ঞানীর তালিকা এবং পরিচয়ঃ

    বেঙ্গালুরুর জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চ থেকে দুজন গবেষকের নাম ঘোষিত হয়েছে। তাঁদের মধ্যে অন্যতম ইন্টারন্যাশনাল সেন্টার অব ম্যাটেরিয়ালস সায়েন্সের ডঃ কনিষ্ক বিশ্বাস। ডঃ বিশ্বাসের গবেষণার বিষয় তাপবিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য থেকে তাপবিদ্যুৎ উৎপাদন।

    পুরস্কার পাচ্ছেন ডঃ দেবদীপ মুখোপাধ্যায়। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, আইআইটি খড়গপুরের এই বিজ্ঞানী ইঞ্জিনিয়ারিং সায়েন্স ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন।

    গাণিতিক বিজ্ঞান বিভাগে, ডঃ অনিশ ঘোষের নাম জ্বলজ্বল করছে। যিনি মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চের স্কুল অব ম্যাথেমাটিক্স-এর সঙ্গ যুক্ত। ডঃ ঘোষ এরগোডিক তত্ত্ব, লাই গ্রুপস এবং সংখ্যা তত্ত্বের উপর কাজ করেন।

    এছাড়াও পুনের ইন্টার-ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের ডঃ কনক সাহা ভৌতবিজ্ঞানে পুরস্কার পেয়েছেন। ডঃ সাহার প্রাথমিক গবেষণা হল ছায়াপথের গঠন এবং বিবর্তন।

    চার বাঙালি বিজ্ঞানী ছাড়াও এই তালিকায় নাম রয়েছে আরও সাত ভারতীয় বিজ্ঞানীর। এবছর এই ঐতিহ্যবাহী পুরস্কার ৬৩ বছর পূর্ণ করল। ভারতের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের সম্মান জানাতেই এহেন উদ্যোগ প্রতিবছর বেশ জাঁকজমকভাবে উদযাপিত হয়। এমন সেরার সেরা তালিকায় চার বাঙালির নাম দেখে গর্বিত পশ্চিমবাংলা-সহ বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালিও।

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @