শতবর্ষের জন্মদিনে অভিনব উপহার ভিক্টোরিয়ায়

দেখতে দেখতে শতবর্ষের মুখে পড়ল ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। একশো বছরের জন্মদিনে পর্যটকদের জন্য আলাদা চমক রাখতে চলেছে ভিক্টোরিয়া কর্তৃপক্ষ। তার জন্য এখন থেকে আয়োজন শুরু করে দিয়েছে তারা।
কলকাতার ঐতিহ্য এই সংগ্রহশালায় একটি কনফারেন্স হল রয়েছে ঠিকই, কিন্তু, এখনও কোনো অডিটরিয়াম নেই সেখানে। অথচ একটি অডিটোরিয়ামের প্রয়োজন সবসময়েই অনুভূত হয় ভিক্টোরিয়া কর্তৃপক্ষের। তাই, শতবর্ষের উপহার হিসেবে প্রশাসকরা অন্তত ২৫০ আসনের একটি নতুন অডিটোরিয়াম দিতে চান দর্শকদের। ভিক্টোরিয়া ক্যাম্পাসের মধ্যেই গাছ না কেটে কোথায় সেটা বানানো সম্ভব, সেই নিয়ে আলোচনা চলছে। এর পাশাপাশি ভিক্টোরিয়ার শতবর্ষে এই সংগ্রহশালার ইতিহাস নিয়ে গোটা বছর ধরে প্রদর্শনের আয়োজন থাকবে। দর্শকের কাছে সেই বিশেষ প্রদর্শন যথেষ্ট উপভোগ্য হবে বলেই মনে করছে ভিক্টোরিয়া কর্তৃপক্ষ।