বঙ্গদর্শন ইনফরমেশন ডেস্ক
৩ মে, ২০১৭ ০৭:০১:০২
‘ঘরে-বাইরে’র আবহ নির্মাণের মুহূর্ত

তিনি সঙ্গীত সৃষ্টি করতেন প্রথমে, তারপর তাঁর চলচ্চিত্রকে সেই সাংগীতিক উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেন। তাঁর নিজের কথায় - “I compose my music and then try to take my film to the level of my music.”
‘ঘরে-বাইরে’(১৯৮৪) নির্মাণের সময় এইচএমভি রেকর্ডিং স্টুডিওয় মিউজিক অ্যারেঞ্জমেন্ট চলাকালীন তোলা হয়েছিল এই ভিডিও ক্লিপটি। আজ, সত্যজিৎ রায়ের জন্মদিনে বঙ্গদর্শনের শ্রদ্ধার্ঘ্য...