No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    পরিবেশ বাঁচাতে সাইকেলে কলকাতা থেকে ডুয়ার্স পাড়ি দিলেন ৮ গাছ-পাগল

    পরিবেশ বাঁচাতে সাইকেলে কলকাতা থেকে ডুয়ার্স পাড়ি দিলেন ৮ গাছ-পাগল

    Story image

    “গাছ লাগান, প্রাণ বাঁচান” – এই বার্তাকে সামনে রেখে এমাসেই সাইকেলে কলকাতা থেকে ডুয়ার্স যাত্রা করেছিলেন ৮ জনের একটি দল। গোটা যাত্রাপথে ৩৫০টি চারাগাছ রোপণ করে তাঁরা বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন। চলতে চলতে সাধারণ মানুষের সঙ্গে আলাপ করে তাঁদের পরিবেশ-সচেতন করার উদ্যোগও নিয়েছিলেন তাঁরা।

    গত ৯ অক্টোবর কলকাতার ওয়ার্ল্ড এক্সপ্লায়ার্স সংস্থার তরফে আলিপুর চিড়িয়াখানা থেকে যাত্রা শুরু করেন ওই সাইকেল আরোহী দলটি। নেতৃত্বে ছিলেন শুভ্রকান্তি দাস। ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, ডালখোলা, ইসলামপুর, ফুলবাড়ি, গজলডোবা পেরিয়ে ১৫ অক্টোবর তাঁরা মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোড়ায় পৌঁছন। যাত্রার শেষে ডুয়ার্সের গরুমারায় বৃক্ষরোপণ করা হয়। 

    ৬ দিনে ৬৭৩ কিলোমিটার পথ অতিক্রম করেন এই অভিযাত্রী দল। শুভ্রকান্তি ছাড়াও এই দলে ছিলেন শুকদেব সাউ, সুব্রত রায়, শেখ আজাদ, সৌরভ বণিক, সুপ্রিয় দাস, অর্পিতা বিশ্বাস এবং অতনু সাহা। অবশ্য এঁদের মধ্যে সুপ্রিয় দাস যাত্রাপথে অসুস্থ হয়ে পড়েছিলেন, ফলে তিনি গন্তব্যে পৌঁছতে পারেননি।

    (ছবি - প্রতীকী)

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @