No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    দেশের প্রথম ভার্চুয়াল অ্যানিম্যাল পার্ক এবার পশ্চিমবঙ্গে 

    দেশের প্রথম ভার্চুয়াল অ্যানিম্যাল পার্ক এবার পশ্চিমবঙ্গে 

    Story image

    চারপাশে ঘুরে বেড়াচ্ছে বন্য জন্তু। কানে ভেসে আসছে হরেক পাখির কিচিরমিচির। মনে হবে ঠিক যেন গভীর জঙ্গলে রয়েছে আপনি। অথচ এই জন্তু-জানোয়ারের আনাগোনা, পাখির ডাক সবই কিন্তু নকল। হলোগ্রাফিক অ্যানিমেশনের খেলা ছাড়া এগুলো কিছুই নয়। এরকমই অভিনব বিনোদনের বন্দোবস্ত হতে চলেছে আলিপুর চিড়িয়াখানা এবং বেঙ্গল সাফারি পার্কে। 

    চিন, জাপান, দুবাইয়ের চিড়িয়াখানায় আগে এইরকম ভার্চুয়াল অ্যানিম্যাল পার্ক থাকলেও আমাদের দেশের চিড়িয়াখানায় হলোগ্রাফিক অ্যানিমেশনের কেরামতি এটাই প্রথম। জু অথরিটি অফ ইন্ডিয়ার সহযোগিতায় রাজ্য বনদপ্তর এই উদ্যোগ নিয়েছে। প্রাথমিকভাবে বনদপ্তর থেকে আড়াই কোটি টাকা বরাদ্দও করা হয়েছে। আন্তর্জাতিক সংস্থার যাতে সহায়তা পাওয়া যায়, তারও চেষ্টা চলছে। বেঙ্গল সাফারি পার্ক এবং আলিপুর চিড়িয়াখানায় ভার্চুয়াল অ্যানিম্যাল পার্ক তৈরি হলে সেগুলোতে অন্তত পাঁচটি বন্যপ্রাণী-সহ অরণ্যের পরিবেশ ফুটিয়ে তোলা হবে, যা দর্শকরা যথেষ্ট উপভোগ করবেন বলেই বনদপ্তর মনে করছে। 
     

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @