বন্ধ হচ্ছে বিগ বেন

২১ আগস্ট দুপুর থেকে আর নিয়মিত শোনা যাবে না ব্রিটেনের সংসদ ভবনে স্থাপিত বিশ্বখ্যাত বিগ বেন ঘড়ির ঘণ্টাধ্বনি। সংস্কার কাজের জন্য চার বছরের জন্য নীরব হয়ে যাবে বলে জানিয়েছে হাউস অব কমন্স।
১৫৭ বছর ধরে ১৩.৭ টন ওজনের ঘড়িটিতে প্রায় নিয়মিতই প্রতি চার ঘণ্টা পরপর বেলে বেজে উঠত। সংস্কার কাজের জন্য সেটিকে বন্ধ করে তালাবদ্ধ করে রাখা হবে। তবে নববর্ষের মতো বিশেষ বিশেষ দিনে সেটি হয়তো বেজে উঠবে। গ্রেট ক্লক নামে পরিচিত ঘড়িটিকে দীর্ঘমেয়াদে সুরক্ষার জন্য জরুরি এই সংস্কার কাজ করা হচ্ছে বলে জানানো হয়েছে। এর আগে ১৯৭৬ সালে ঘড়িটি ২৬ দিনের জন্য বন্ধ ছিল। লন্ডনের গর্বের প্রতীকরূপে ১৮৫৮ সালে বিগ বেনকে স্থাপন করা হয়। একে এলিজাবেথ টাওয়ারও বলা হয়। এটি যুক্তরাজ্যের ঐতিহ্যেরও প্রতীক বহন করছে। বিগ বেনের টাওয়ারে প্রায় ৩৩৪টি সিঁড়ি রয়েছে। লিফট রয়েছে। ৩১৫ ফুট উচ্চতার এই টাওয়ার বিশ্বের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান।