No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    আশ্রয়ের নাম - ভরসা

    আশ্রয়ের নাম - ভরসা

    Story image

    ‘ভরসা’। নামের মধ্যেই লুকিয়ে আছে আশ্রয়। বৃদ্ধ ও বৃদ্ধাদের যত্নে রাখার জন্য এই নামেই একটি নতুন প্রকল্প আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্প অনুযায়ী, বয়স্কদের যত্ন নেওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে যুবক-যুবতীদের। মূলত বয়স্কদের কাছে যুবক-যুবতীদের বন্ধু হিসেবে গড়ে তোলাই এই প্রশিক্ষণের উদ্দেশ্য। একই সঙ্গে, চিকিৎসাগত পরিষেবা, যত্ন ও সহানুভূতি সম্পর্কেও ওয়াকিবহাল করে তোলা হবে তাঁদের।

    প্রকল্পটি রূপায়ণের দায়িত্বে রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তর। চার মাসের প্রশিক্ষণ প্রক্রিয়া শুরু হয়ে যাবে জুলাই থেকেই। ৫০ জনের দুটি ব্যাচে ট্রেনিং-এর পর পুলিশ ভেরিফিকেশন পেরিয়ে কাজে যোগদান করতে পারবেন যুবক-যুবতীরা।

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @