মাত্র ৫ মিনিটে ক্যানসার শনাক্ত করা যাবে: বাঙালি বিজ্ঞানীদের আবিষ্কার

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুধু বাংলাদেশ নয়, গোটা এশিয়ার অন্যতম বড়ো এবং সম্মানীয় বৈজ্ঞানিক গবেষণার প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ক্যানসার শনাক্তকরণের এক নতুন পদ্ধতি আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছেন। তাঁদের দাবি, রক্তের নমুনা বিশ্লেষণ করে মাত্র ৫ মিনিটেই ক্যানসার শনাক্ত করা সম্ভব। অভিনব এই প্রযুক্তি ব্যবহার করলে রোগীর দেহে কোনো যন্ত্রপাতি প্রবেশ করানোর প্রয়োজন হবে না। আর্থিক খরচও হবে খুব কম, বাংলাদেশি মূল্যে ৫০০ টাকা। ২০১৮ সালের সেপ্টেম্বরে এই যুগান্তকারী আবিষ্কারের কথা সর্বসমক্ষে তুলে ধরা হয় ঢাকার এক সাংবাদিক সম্মেলনে। জানানো হয়, খুব শিগগিরিই এই প্রযুক্তি চূড়ান্ত করা হবে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন হকের নেতৃত্বে এই গবেষণা চলছে। গবেষণার লক্ষ্য ক্যান্সার নির্ণয়ের সহজ পদ্ধতি খুঁজে বের করা। গবেষক দলের অন্য সদস্যরা হলেন ড. শরিফ মোঃ শরাফ উদ্দিন, মনোজ কান্তি বিশ্বাস এবং এমানুল হক। ২০১৬ সালের মার্চে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে নন-লিনিয়ার বায়ো অপটিক্স রিসার্চ ল্যাবরেটারি নামে একটি নতুন পরীক্ষাগার গড়ে তোলা হয়। সেখানে ক্যানসারের আক্রান্ত মানুষের রক্তের সিরামে লেজার রশ্মি পাঠিয়ে নন-লিনিয়ার সূচক পরিমাপ করা হয়।
আরও পড়ুন
দু’শো বছর ধরে জমজমাট ঘিওরে নৌকোর হাট
বেশিরভাগ ক্ষেত্রেই ক্যানসার চিহ্নিত করা যায় রোগের একেবারে শেষ পর্যায়ে গিয়ে। তখন অনেক সময়েই ডাক্তারদের আর কিছু করার থাকে না। সারা পৃথিবীতে এমন কোনো পদ্ধতি আবিষ্কার হয়নি, যার সাহায্যে আগে থেকেই ক্যানসারকে চিহ্নিত করা যেতে পারে। বাংলাদেশের এই বিজ্ঞানীদের গবেষণা শুরুতেই ক্যানসার শনাক্তকরণের সম্ভাবনা তৈরি করেছে। এখন ক্যানসার নির্ণয়ের যে পদ্ধতি চালু আছে, তা যথেষ্ট ব্যয়বহুল। নতুন পদ্ধতি ব্যবহার করলে খরচ অনেক কমে যাবে। মানুষের শরীরে লেজার রশ্মি পাঠিয়ে বোঝা যাবে, দেহের কোথাও ক্যানসার লুকিয়ে আছে কিনা। নতুন পদ্ধতি অন্য বেশ কিছু রোগ নির্ধারণেও প্রয়োগ করা যাবে। বাংলাদেশি বিজ্ঞানীদের এই আবিষ্কার ক্যানসার গবেষণার জগতে এক যুগান্তকারী ঘটনা।