বঙ্গদর্শন ইনফরমেশন ডেস্ক
২০ জুন, ২০১৭ ০৪:০১:৩৯
পূর্ব ভারতের প্রথম অঙ্গ সংরক্ষণ ব্যাঙ্ক বাংলায়

অঙ্গ সংরক্ষণ ব্যাঙ্ক। যার প্রয়োজনীয়তা সারা পৃথিবী জুড়েই বেড়ে চলেছে দিনের পর দিন। এবার পূর্বভারতের প্রথম অঙ্গ সংরক্ষণ ব্যাঙ্ক চালু হতে চলেছে পশ্চিমবঙ্গে। এসএসকেএম হাসপাতালে এই ব্যাঙ্ক তৈরির জন্য সাততলা ভবনের কাজ প্রায় শেষ।
স্বাস্থ্যভবনে একটি অনুষ্ঠানে এই ব্যাঙ্ক তৈরির কথা জানান রাজ্যের অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা। ১ কোটি ৪২ লক্ষ টাকা ব্যায়ে তৈরি হওয়া এই ব্যাঙ্কে সংরক্ষণ করা যাবে ব্রেন ডেড ব্যক্তির অঙ্গ। পাশাপাশি হার্ট থেকে শুরু করে অন্যান্য অঙ্গও সংরক্ষণ করা সম্ভব হবে।
পাশাপাশি, রিজিওনাল এবং স্টেট অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশনও তৈরি হবে এসএসকেএম-এ, এমনটাই জানা গেছে স্বাস্থ্য দপ্তর সূত্রে।