No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    গ্রামের পুকুরে সাঁতার শিখে ইন্টারন্যাশানাল চ্যানেল পার

    গ্রামের পুকুরে সাঁতার শিখে ইন্টারন্যাশানাল চ্যানেল পার

    Story image

    সাঁতরে সাগর পার করেছেন সায়নী দাস। এই কৃতি এর আগেও অনেকে করলেও সায়নীর এই কাজ বাংলা ইতিহাসে এই নতুন যুগের সূচনা করেছে। তার এই জয়যাত্রাকে এগিয়ে নিয়ে যেতে একত্রিত হয়েছে সমগ্র বাংলা। এইবছর ফেব্রুয়ারি মাসে সায়নি দাস সাঁতরে পার হয়েছেন অস্ট্রেলিয়ান রোটনেস্ট চ্যানেল। তাঁর এই সাফল্যকে বাংলার গর্ব বলে ঘোষণা করেছেন স্বয়ং মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

     

    কালনার বাসিন্দা সায়নী। স্বপ্ন দেখেছিলেন সাঁতরে সাগর-মহাসাগর পার হওয়ার। কিন্তু তাঁর এই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়ে ছিল আর্থিক অনটন। এই ধরনের সাঁতারের জন্য প্রয়োজন আধুনিক উন্নতমানের পোশাক ও সাজসরঞ্জাম। তাছাড়া একটি সাঁতারের পোশাক তিনবার ব্যবহার করা যায় না। এইসবের জন্য সায়নির পরিবারের কাছে পর্যপ্ত অর্থ ছিল না। কিন্তু তাঁর এই অস্ট্রেলিয়ান রোটনেস্ট চ্যানেল জয় জীবনে এনে দিয়েছে পরিবর্তন। এখন অনেক সংস্থা ও ব্যক্তিগত উদ্যোগে অনেকেই আর্থিক সাহায্যের হাত বাড়িয়েছেন সায়নীর দিকে। এমনকি, তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের ক্রু দ্বারা স্বীকৃতি লাভ করেন এবং তারা তাঁকে অস্ট্রেলিয়ায় নিয়ে যায়। তারা সায়নীর এই প্রচেষ্টাকে প্রশংসিত ও সম্মানিত করেছেন। সায়নী এর আগে ইংলিশ চ্যানেলও পার করেছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার অভিযানে অনেক বেশি কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। এর দুটি কারণ হল এইখানকার আবহাওয়া এবং সার্ক। এই সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে অনেক সাঁতারু সার্কের দ্বারা আক্রান্ত হয়েছিল। এরজন্য সায়নীকে অস্ট্রেলিয়ায় বিশেষ প্রশিক্ষণ নিতে হয়েছিল। এই প্রশিক্ষণে তাঁকে শেখানো হয় কীভাবে সার্কের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।

    টানা ছয় ঘণ্টা সাঁতার কেটেছিলেন সায়নী। সাঁতার কাটার সময় জলে ভেসেই খেয়েছিলেন শুধু প্রোটিন সেক এবং জল। সমুদ্রের মাঝে বেলুন দিয়ে প্রতি কিমি নির্দেশ করা ছিল। তাঁকে গাইড করার জন্য বোর্ডে ছিলেন তাঁর মা, বাবা, কাকু। তাছাড়া সার্কের অবস্থান বোঝার জন্য হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হয়েছিল। সায়নীর পরবর্তী লক্ষ্য হল জিব্রাল্টার প্রণালী।

     

    গ্রামের মানুষ সায়নী। গ্রামের পুকুরে সাঁতার কেটেই বড় হয়েছেন তিনি। ইতিমধ্যেই শুরু হয়েছে তাঁর পরবর্তী স্বপ্নের প্রস্তুতি। সমুদ্রে সাঁতার কেটে চলছে অনুশীলন। ইচ্ছা, একের পর এক সমুদ্র-মহাসমুদ্র সাঁতরে পার হওয়ার। কিন্তু তাঁর এই স্বপ্ন তখনই সফল হবে যখন সরকার ও বেসরকারি সাহায্যের হাত এগিয়ে আসবে তাঁর দিকে।

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @