‘অগ্নিশুদ্ধি’ : কলকাতার পুজো-শিল্প ২

এই মুহূর্তে আমি জয়পুরে জহর কলা কেন্দ্রে রয়েছি। উপলক্ষ্য ভারতে প্রথম CERAMICS TRIENNALE। এই TRIENNALE–এর একটা জুতসই নাম দেওয়া হয়েছে। BREAKING GROUND। গত দুই বছরের উপর এই আন্তর্জাতিক প্রদর্শনীর কিউরেটোরিয়াল কাজকর্ম চলছে। প্রধানত এই দেশের কিছু গুরুত্বপূর্ণ সেরামিক্স শিল্পী এবং ব্রিটিশ কাউন্সিল, জাপান ফাউন্ডেশন-এর মতো শিল্প-পৃষ্ঠপোষকদের তত্ত্বাবধানে এই INDIAN CERAMICS TRIENNALE-এর ভূমিষ্ঠ হওয়া। সারা পৃথিবীর সাতচল্লিশজন সেরামিক্স শিল্পীদের মধ্যে আমি আর আমার সহশিল্পী অসীম পাল-ও অন্তর্ভুক্ত। গত একবছরের উপর আমরা সেরামিক্সের এই মহাযজ্ঞের শরিক। ফলত এবারের এস বি পার্কের পুজোর কাজটাও এর এক্সটেনশন বলা যায়।
Jacques Kaufmann ফরাসি শিল্পী। সারা পৃথিবী ঘুরে সেরামিক্সের কাজ করেন। প্রধানত ইট হল তাঁর কাজের বিষয়। গত ২০১০ সালে মাইহারে তিনি একটি ইটের হর্ম্য নির্মাণ করেন। ঘটনাচক্রে Jacques-এর সঙ্গে গত দুবছর ধরে আমার শিল্পচিন্তার আদান-প্রদান চলত। এবারে সেই সুযোগ হয়ে গেল সরাসরি। জয়পুরে Jacques একটি মাটির চুল্লি নির্মাণ করেছেন, আমরা যেমনটি এস বি পার্কে করেছি এবং দুদিন ধরে সেটি কাঠ জ্বেলে পোড়ানো চলছে। আমরা ওর সহযোগী। পোড়ানোর শেষে নির্মাণটি ওখানেই শোভা পাবে। যেমনটি আমাদের পুজোর মাঠে শোভা পাবে প্রায় ১৩টি নির্মাণ।
এবারের পুজোর কাজের প্রসঙ্গে এই যে এত কথা বলে ফেললাম - এটা না বললেই নয়। কলকাতার পুজোর মাঠে দর্শকরা যা কাজ দেখেন, তাকে একটা end product বলা চলে। এর পেছনে যে দীর্ঘ গবেষণা লাগে, নিরীক্ষণ লাগে, হাতে-কলমে অভিজ্ঞতা লাগে তা অতি প্রাণান্তকর। উৎসব আয়োজনের এই back stage পর্ব সাংস্কৃতিক সোপান গড়ে দেয়।
আমরা এবারে যে কাজটি করছি তাই নিয়ে আলোচনা করছিলাম Jacques-এর সঙ্গে। আমরা তো আগুনের স্পর্শে কাঁচা মাটিকে পোড়ামাটিতে রূপান্তরিত করছি, তাতে Jacques-এর মন্তব্য 'Yes, as fire destructs, fire can construct also. It changes clay into ceramics.' এই যে আগুনের স্পর্শে শক্তির রূপান্তরিত হওয়া, এটাই আমাদের উপজীব্য।
আরও পড়ুন
‘অগ্নিশুদ্ধি’ : কলকাতার পুজো-শিল্প ১
উৎসব যখন শিল্পকে সঙ্গে নিয়ে চলে তখনই কৃষ্টি জন্ম নেয়। দেশ, কাল, ভূগোল, ইতিহাস সম্মিলিত হয়ে যায়। যার ফলে বিশ্বের তাবড় শিল্পীকেও একজোট করে নেওয়া গেল। জতুগৃহ থেকে জেগে উঠলো যেন হাজার ফিনিক্স পাখি। আলোর দিকে ধাবমান তারা- উষ্ণতার খোঁজে যাত্রা তাদের।