কল্পলোকে পাড়ি দিলেন অদ্রীশ বর্ধন

চলে গেলেন বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের মহীরুহ অদ্রীশ বর্ধন। ‘কল্পবিজ্ঞান’ শব্দটির জন্ম তিনিই দিয়েছিলেন। এর আগে বাংলা সাহিত্যে সাইন্স ফিকশন পরিচিত ছিল ‘বিজ্ঞানভিত্তিক কাহিনি’ নামে। পাশাপাশি অতিপ্রাকৃত কাহিনি, গোয়েন্দা কাহিনি, অনুবাদ সাহিত্যেও বিশেষ অবদান রেখেছেন তিনি।
বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন অদ্রীশ বর্ধন। গতকাল মধ্যরাতে তিনি প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। জীবনে অ্যাডভেঞ্চারের প্রতি এক অমোঘ ছিল তাঁর। একাধিক পেশার সঙ্গে যুক্ত ছিলেন, পরে অবশ্য লেখালেখিকেই পেশা হিসেবে বেছে নেন পাকাপাকিভাবে। সম্পাদনা করেছেন ভারতের প্রথম কল্পবিজ্ঞান পত্রিকা ‘আশ্চর্য’। এর পরে ‘ফ্যানটাসটিক’ পত্রিকার সম্পাদনাও করেছেন। বহু নামি সাহিত্যিক নিয়মিত লিখেছেন এই দুই পত্রিকায়।
গোয়েন্দা গল্প দিয়ে নিজের সাহিত্যিক জীবন শুরু করলেও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন কল্পবিজ্ঞান লিখে। কল্পবিজ্ঞান সাহিত্যকে তিনি আন্দোলনের পর্যায়ে নিয়ে গেছিলেন। সত্যজিৎ রায়ের সভাপতিত্বে প্রতিষ্ঠা করেছিলেন ‘সায়েন্স ফিকশন সিনে ক্লাব’। তাঁর সৃষ্টি করা ইন্দ্রনাথ রুদ্র, ফাদার ঘনশ্যাম, প্রফেসর নাটবন্টু চক্র, রাজা কঙ্ক, জিরো গজানন, চাণক্য চাকলার মতো চরিত্ররা নানা বয়সের পাঠকদের মন জয় করে নিয়েছে৷