সংক্রমণ বাড়ার আগেই বীরভূমেও প্রস্তুত দুটি সেফ হোম

বীরভূম জেলায় আপাতত করোনা আক্রান্তের সংখ্যা ৩৬৫ জন (সোমবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী)। তার মধ্যে মাত্র ৩২ জনের শরীরে করোনা ভাইরাস সক্রিয় রয়েছে। জেলায় তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া ৩৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। অবশ্যই ইতিবাচক খবর। তা সত্ত্বেও সংক্রমণ বাড়ার আগেই বীরভূমে দুটি সেফ হোম প্রস্তুত করছে জেলা প্রশাসন। দুবরাজপুরে সেফ হোম তৈরির কাজ প্রায় শেষ। তাই যেকোনো সময় আক্রান্তের সংখ্যা বাড়লে রোগীদের সেখানে রাখা হবে।
গোষ্ঠী সংক্রমণ শুরু হচ্ছে কী না তা নিশ্চিত হতে ইতিমধ্যে একদিনে এক জায়গায় কয়েকশো ব্যক্তির নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্যদপ্তর। এমন পরিস্থিতিতে সংক্রমণ মাত্রাতিরিক্ত হলে প্রশাসনকে দুশ্চিন্তায় পড়তে হতে পারে। তাই আগেভাগেই রামপুরহাট ও বোলপুরে দু’টি সেফ হোম প্রস্তুত করা হয়েছে।
জেলা প্রশাসনের দাবি, করোনা সংক্রমণ বাড়লেও জেলায় পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে। সেইজন্য সেফ হোমগুলি প্রস্তুত রয়েছে। সেখানে প্রতিদিন দু’বেলা চিকিৎসক এসে রোগীদের দেখে যাবেন। দুবরাজপুরের বেহাল যক্ষ্মা হাসপাতালকেও সেফ হোম হিসেবে তৈরি করা হচ্ছে। সেখানে নির্মাণকাজ প্রায় সবকিছুই শেষ হয়ে গিয়েছে। স্বাস্থ্যদপ্তর রাজ্যের কাছে অনুমোদন পেলেই তা চিকিৎসার জন্য প্রস্তুত হবে। বীরভূমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি বলেন, দুবরাজপুরে সেফ হোমের জন্য প্রস্তাব পাঠানোর কাজ চলছে। সেখানে নির্মাণকাজ প্রায় শেষের পথে।